Colour of Life
- Mokammel Hoque
- Nov 4, 2024
- 1 min read
রং ( Colour) হল মানুষের দৃষ্টি-সংক্রান্ত একটি চিরন্তন ধর্ম। দৃশ্যমান আলোর কম্পাঙ্ক থেকে রং উৎপত্তি লাভ করে। সাধারণত বলা হয়ে থাকে মৌলিক রং তিনটি, যথা - লাল, নীল ও হলুদ। তবে এর মাঝে কিছু পার্থক্যও আছে ।
তড়িৎ-চুম্বকীয় বিকিরণের সাধারণ ধৰ্মসমূহ হচ্ছে তরঙ্গদৈৰ্ঘ্য, কম্পাংক ও এর দ্বীপন প্ৰাবল্য। যত বিকিরণ তরঙ্গদৈৰ্ঘ্য দৃশ্যমান বৰ্ণালীর সীমার ভিতরে থাকে ততটুকু মানব চক্ষুতে বিভিন্ন রং হিসেবে দেখা যায়। দৃশ্যমান বৰ্ণালীর সীমা প্ৰায় ৩৯০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার। একে দৃশ্যমান আলো বলা হয়।
সব আলোর উৎসই সাধারণত একসঙ্গে বিভিন্ন তরঙ্গদৈৰ্ঘ্যের আলো নিৰ্গত করে কোনো একটা উৎসের বৰ্ণালীতে এর পরে নিৰ্গত বিভিন্ন তরঙ্গদৈৰ্ঘ্যের আলোর প্ৰাবল্যের তথ্য দিয়ে।

English has 11 basic color terms: black, white, red, green, yellow, blue, brown, orange, pink, purple, and gray. Color has a theory, which is the study of how colors work together and affect our emotions and perceptions.
“Color! What a deep and mysterious language, the language of dreams.”— Paul Gauguin, Famous post-Impressionist painter
Sir Isaac Newton established color theory when he invented the color wheel in 1666. Newton understood colors as human perceptions—not absolute qualities—of wavelengths of light. By systematically categorizing colors, he defined three groups:
Primary (red, blue, yellow).
Secondary (mixes of primary colors).
Tertiary (or intermediate—mixes of primary and secondary colors).
Now question is: where is the colour lost? What is the colour of mind? Have dream colours? What is the colour of a life?
Comments